ধমকেছেন অভিষেক! গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ ৩১ কুড়মি প্রার্থী

ধমকেছেন অভিষেক! গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ ৩১ কুড়মি প্রার্থী

1d6210ced66fbd5509ad60af60abebdc

কলকাতা: কুড়মিদের ধমকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যাপাধ্যায়৷  এই অভিযোগ তুলেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ পঞ্চায়েত ভোটের ৩১ জন কুড়মি প্রার্থী। আদালতের কাছে রক্ষাকবচ চাইলেন তাঁরা৷ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এ নিয়ে আবেদন জানিয়েছেন কুড়মিরা। আজ, শুক্রবারই মামলাটির শুনানির সম্ভাবনা৷ 

গত মে মাসে রাজ্যজুড়ে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, সেই সময়ে তাঁর কনভয়ের গাড়িতে হামলা চালায় কুড়মিরা৷ ঘটনার অভিঘাতে আহত হন রাজ্যের মন্ত্রী তথা আদিবাসী নেত্রী বিরবাহা হাঁসদা৷ অভিষেকের কনভয়ের গাড়িতে হামলার অভিযোগে বেশ কয়েকজন কুড়মি নেতাকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার হন বেশ কিছু কুড়মি আন্দোলনকারীও। এই ঘটনার তদন্তভার দেওয়া হয় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির হাতে। যদিও গ্রেফতার হওয়া কুড়মি নেতা রাজেশ মাহাতো এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সময় কুর্মিদের ক্লিনচিট দিলেও, পরে অভিষেক বলেছিলেন, কুড়মিদের বিক্ষোভ চলার সময় তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন! এই হামলার ঘটনায় সত্যিই কুড়মিরা জড়িত, নাকি তাঁদের শিখন্ডি করে অন্য কেউ এই কাজ করিয়েছেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বলেন তিনি৷ এই ঘটনায় হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে অভিষেক  এও বলেছিলেন, ‘‘যারা এই কাজ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করেছি। প্রশাসনও তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। ভদ্রতার খাতিরে গাড়ি থেকে নেমে হেঁটেছি। খেলা তুমি শুরু করেছো, আমি শেষ করব।’’  অভিষেকের এই মন্তব্যকেই ‘ধমক’ বলে উল্লেখ করে গ্রেফতারি এড়াতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কুড়মি প্রার্থীরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *