কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গত মঙ্গলবার তাঁকে তলব করেছিল ইডি। এর পর থেকেই কার্যত ‘উধাও’ হয়ে গিয়েছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ৷ কিন্তু শুক্রবার তিনি তলবে সাড়া দিয়ে ইডি-র সদর দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। তারপর টানা ১১ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, আবার আগামী বুধবার তাঁকে তলব করা হয়েছে। এদিকে সায়নী নিজে সংবাদমাধ্যমে জানিয়েছেন, তদন্তে একশো শতাংশ সহযোগিতা করেছেন তিনি।
জানা গিয়েছে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে দলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষের নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। সেই বিষয়েই যুব তৃণমূলের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, এমনটাই সূত্রের খবর। কিন্তু একদিনের জিজ্ঞাসাবাদে তারা সন্তুষ্ট নয়, তাই আগামী ৫ তারিখ আবার তাঁকে ডাকা হয়েছে হাজিরা দেওয়ার জন্য। সায়নীরও স্পষ্ট কথা, ২৪ ঘণ্টা তিনি ইডি দফতরে থাকতে প্রস্তুত।
গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডি নোটিস পাঠানোর পর খোঁজ মিলছিল না তাঁর। দক্ষিণ কলকাতায় সায়নীর বিক্রমগড়ের বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি। দলের নেতারাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি৷ ফলে তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। তবে শেষমেষ তলবে সাড়া দিয়েছেন অভিনেত্রী।