বাহিনী এলেও বুথে থাকবে না! দায়িত্ব পড়তে পারে রাজ্য পুলিশের ওপরই

বাহিনী এলেও বুথে থাকবে না! দায়িত্ব পড়তে পারে রাজ্য পুলিশের ওপরই

কলকাতা: অনেক টালবাহানার পর আদালতের নির্দেশে আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রাথমিক পর্যায়ে মাত্র ২২ কোম্পানি বাহিনী চাওয়া হলেও পরে সেই চাহিদা বাড়ানো হয়। কিন্তু এখনও প্রায় অর্ধেক বাহিনী এসে পৌঁছয়নি রাজ্যে। এদিকে ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। তাহলে বুথ সামলাবে কারা? জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এলেও বুথের দায়িত্বে থাকতে চলেছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীই। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কমিশন সূত্রে খবর, আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে সংখ্যক বাহিনী রাজ্যে পাঠিয়েছে তা দিয়ে প্রতি বুথে বাহিনী মোতায়েন সম্ভব নয়। সেক্ষেত্রে এলাকা টহলদারি, কুইক রেসপন্স টিম ও আন্তঃরাজ্য সীমান্ত পাহারার মতো কাজে লাগানো হবে তাদের। আর বুথ সামলাবে রাজ্য পুলিশ। আপাতত নির্বাচন কমিশনের মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ৩৩৭ কোম্পানি বরাদ্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী সপ্তাহের মধ্যে বাকি বাহিনী আদৌ এসে পৌছবে কিনা, পৌঁছলেও কী ভাবে এত কম সময়ে বাকি বাহিনী মোতায়েন সম্ভব হয়, সেটাও পরিষ্কার নয়। তাই যে সংখ্যক বাহিনী বাকি আছে তারা যে আসছে না, এটা ধরেই কাজে এগোচ্ছে কমিশন। তাই বুথ নিয়ে রাজ্য পুলিশের কথাই ভাবা হয়েছে। 

এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বুথে বুথে একজন করেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব হবে না। তাই বুথের বাইরের পরিস্থিতি তারা সামলাবেন এবং ভিতরের দায়িত্ব পুলিশ নেবে বলেই ঠিক করতে চলেছে নির্বাচন কমিশন। আদালত আগেই জানিয়েছিল যে, সুষ্ঠু নির্বাচনের জন্য কত বাহিনী প্রয়োজন, তা স্থির করার দায়িত্ব কমিশনের। যদিও কমিশন যে বাহিনীর দাবি করেছে তা এখনও পাঠায়নি কেন্দ্র। তাই আগামী দিনে কোনও সমস্যা হলে কে কাকে দোষ দেবে, সেটাও দেখার।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =