নম পেন: কুসংস্কারে আচ্ছন্ন হয়ে মানুষ অনেক কাজ করেন। কেউ নিজের নাম পরিবর্তন করেন। কেউ আবার নিজের বাস্তু পরিবর্তন করেন। কিন্তু তা বলে নিজের জন্ম তারিখ! নিজের জন্ম তারিখ কি আদৌ পরিবর্তন করা সম্ভব, এই নিয়ে প্রশ্ন উঠলেও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী নিজের জন্ম তারিখ পরিবর্তনের জন্য উদগ্রীব হয়ে পড়েছেন।
কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে চিনের রাশিচক্র ক্যালেন্ডারের সঙ্গে মিল রাখার জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন নিজের জন্ম তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাদার মৃত্যুর পর দুর্ভাগ্য এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। হুন সেন দাবি করেছেন, তাঁর দুটো জন্ম তারিখ। একটা ৪ এপ্রিল ১৯৫১ ও অন্যটি ৫ আগস্ট ১৯৫২। তিনি জানান, ৫ আগস্ট ১৯৫২ সঠিক। তিনি মনে করছেন, তাঁর দাদার রাশিচক্রে গণ্ডগোল থাকার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। সেই কারণেই তিনি দাদার মৃত্যুর পরেই জন্ম তারিখ পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে এক ব্যক্তির দুটো জন্ম তারিখ কী করে হতে পারে।
জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে ফেরার ১০ দিন পরে হুন সেনের দাদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপরেই হুন সেন জানান, রাশিচক্র এমন একটা জিনিস, যা কখনই অগ্রাহ্য করা উচিত নয়। তিনি মনে করছেন, তাঁর দাদার মৃত্যুর নেপথ্যে রাশিচক্রের গণ্ডগোল রয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর দাদার ভুল জন্ম তারিখ হিসেবে রাশিচক্র করা হয়েছিল। সেই কারণেই বিপত্তি হয়েছে। এই ভুল জন্ম তারিখের ফলে গোরুর বছরে জন্ম নেওয়া থেকে বাঘের বছরে জন্ম নেওয়ায় স্থানান্তরিত করা হয়। এই পরিবর্তনের ফলে জটিলতার সৃষ্টি হয়। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে তিনি বিচারমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি নিজের প্রকৃত জন্ম তারিখ ব্যবহার করবেন।
৫০ বছর বা তার বেশি বয়সি কম্বোডিয়ান নাগরিকদের দুই বেশি জন্মতারিখ থাকা স্বাভাবিক বিষয়। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত অনেকেই খেমার রুজের শাসনকালে নিজেদের জন্মের শংসাপত্র হারিয়ে ফেলেন। সেই সময় সেনাবাহিনীতে যোগদানের সময় ভুল জন্ম তারিখ দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন।