কলকাতা: বাজারে সবজি কিনতে গেলেই ছ্যাঁকা লাগছে পকেটে৷ আলু-পেঁয়াজ ছাড়া বাকি সব আনাজের দামই আকাশ ছোঁয়া৷ এই পরিস্থিতিতে কিছুটা কম দামে সবজি মিলছে সুফল বাংলায়। কিন্তু, সেই সুবিধা সকলে পাচ্ছে না। এই অবস্থায় সবজির মূল্যবৃদ্ধি নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তাঁকে বিঁধলেন তিনি।
ক্রমাগত গ্যাসের দাম বাড়তে থাকায় এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে বিঁধে বলেছিলেন, ‘ও হে নন্দলাল, ১২০০ টাকা গ্যাসে পুড়ছে বিনা পয়সার চাল।’ এবার তারই পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার টুইট করে সবজির আগুন দর নিয়ে মুখ্যমন্ত্রীর ভাষাতেই তাঁকে তুলোধোনা করলেন নন্দীগ্রামের বিধায়ক।
এদিন টুইটে শুভেন্দু লেখেন, ‘আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সাথে মোদীজির দেওয়া বিনা পয়সার চাল? একমাস আগের বাজার দরের সঙ্গে বর্তমান বাজার দরের তফাৎ করলে বোঝা যাবে যে, হাটবাজারে আগুন লেগেছে। এটা বললেও বাড়াবাড়ি হবে না যে, সবজির দাম এই মুহূর্তে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। আনাজের দাম নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী অনেক ঢাকঢোল পিটিয়ে টাস্ক ফোর্স গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল হঠাৎ করে বাজার হাটে শাক–সবজির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা। কিন্তু আদতে তার প্রতিফলন কখনই দেখা যায় না।’