চন্দ্রকোনা: পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে হিংসার ঘটনা যেন আরও বেশি বাড়ছে বঙ্গে। রবিবারই কোচবিহার উত্তপ্ত হওয়ার খবর মিলেছে। এবার উত্তপ্ত হল চন্দ্রকোনা। উত্তরবঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। চন্দ্রকোনায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ হল। জানা গিয়েছে, জখম হয়েছেন দুই পক্ষের অন্তত ১০ জন।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কৃষ্ণপুর এলাকায় আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠি দিয়ে মার, ইট-পাটকেল ছোড়াছুড়ি সবই হয়েছে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী এসেছে এলাকায়। ইতিমধ্যেই তারা বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তৃণমূলের অভিযোগ, কোনও কারণ ছাড়াই আইএসএফ-এর তরফে তাদের ওপর হামলা চালানো হয়, এতে সিপিএম মদত দিয়েছে বলেও দাবি। মূলত পতাকা লাগানো এবং প্রচারের কাজে বাধা দেওয়ার ফলেই এই ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূলের দাবি, কৃষ্ণপুর এলাকায় কয়েকজন দলীয় কর্মী পতাকা লাগাতে এবং প্রচারে যায়। কিন্তু তাদের উপর লাঠিসোটা নিয়ে আইএসএফ এবং সিপিএম কর্মীরা তেড়ে আসে। প্রচার বন্ধ করার হুমকি দেওয়া হলে তা না মানায় এই ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ করছে তারা। যদিও আইএসএফ এবং সিপিএমের বক্তব্য, তৃণমূলের লোকজন প্রচারে এসে বিনা প্ররোচনায় তাদের কর্মীদের উদ্দেশে গালাগালি করে। প্রতিবাদ করলে তারাই তাদের আক্রমণ করে এবং মারধর শুরু করে।