কলকাতা: বাংলায় আসন্ন পঞ্চায়েত ভোটে নির্ধারিত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি পাঠানো হল। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সংগঠন (STEA) এই চিঠি পাঠিয়ে দাবি করেছে, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে পদক্ষেপ করছে না নির্বাচন কমিশন। এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধেও নালিশ করা হয়েছে। সংগঠনের দাবি, ভোটকে কেন্দ্র করে এখনও হিংসার ঘটনা ঘটছে রাজ্যে, আগামী দিনেও আরও ঘটবে বলেই আশঙ্কা। তাই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই দরকার, যেমনটা বলা হয়েছিল।
পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় হিংসার ঘটনা ঘটছে। ভোটের আর এক সপ্তাহ বাকি থাকতেও ইতিমধ্যেই আরও দু-তিন জায়গায় নতুন করে অশান্তি ছড়িয়েছে। এই অবস্থায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ যে তারা আদালতের নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ভাবছে না। এই অবস্থায় ভোটের কাজে যারা নিয়োজিত হচ্ছেন তারাও কাজ করতে ভয় পাচ্ছেন বলে সংগঠনের দাবি। তাই চিঠিতে তাঁদের আর্জি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ভোটের লক্ষ্যে আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক এবং এই বিষয়ে হস্তক্ষেপ করুন খোদ প্রধান বিচারপতি।
একই সঙ্গে এও জানা গিয়েছে, ভোটদাতা ও ভোটকর্মীদের জীবনের নিরাপত্তা রক্ষায় রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বজ্ঞানহীন ক্রিয়াকলাপের প্রতিবাদে STEA-র জেলাশাখার পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হবে। উল্লেখ্য, পঞ্চায়েতের জন্য ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এখনও পর্যন্ত দু’ধাপে কেন্দ্র ৩৩৭ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে তারা এখনও স্পষ্ট কিছু জানায়নি। তাই আপাতত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটের কাজ করছে কমিশন।