বঙ্গোপসাগরে সৃষ্ট দু’দুটি সাইক্লোনিক সার্কুলেশন, ঘুরতে পারে আবহাওয়ার মোড়

বঙ্গোপসাগরে সৃষ্ট দু’দুটি সাইক্লোনিক সার্কুলেশন, ঘুরতে পারে আবহাওয়ার মোড়

558606e29a4be5fa65d342336168bd0a

কলকাতা: বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ৷ দক্ষিণে বাড়ছে গরম৷ বৃদ্ধি করমতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে৷ গত সপ্তাহে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল দক্ষিণের জেলাগুলিতে৷ কিন্তু হঠাৎ করেই তা উধাও৷ আর বৃষ্টি কমতেই জাঁকিয়ে বসছে গরম৷ সেউ সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ আকাশ মেঘলা থাকায় গুমোট গরম অনুভূত হবে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।

অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি, আজ সর্বোচ্চ তাপমাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ থাকবে৷ ফলে ফিল লাইক তাপমাত্রা থাকবে ৪৭ ডিগ্রি সেলসিয়াস৷ এরই মধ্যে মৌসম ভবনের ওয়েদার বুলেটিন বলছে, ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন৷ এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ জানা যাচ্ছে, একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্য বঙ্গোপসাগরে মধ্য লেভেলে৷ অপরটি রয়েছে উত্তর আন্দামান সাগরে৷ 

এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী দু’দিন রাজ্যের একেবারে উত্তরের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ 

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চললেও দক্ষিণের মিলবে না বর্ষার দাক্ষিণ্য। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনও কোনও জেলায়৷ দুই- এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে৷ তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী ৪-৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ একই পরিস্থিতি থাকবে কলকাতাতেও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *