ওয়াশিংটন: বিশ্বে নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্কি পক্স। সেই মাঙ্কিপক্স কীভাবে বিশ্বে ছড়িয়ে পড়ছে। সেই পরিস্থিতিতে সোভিয়েতের প্রাক্তন বিজ্ঞানী বিস্ফোরক দাবি করেছেন। কানাত আলিবেকভ নামের প্রাক্তন বিজ্ঞানী দাবি করেছেন, ১৯৯০ সাল পর্যন্ত মাঙ্কি পক্সকে বায়ো অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেই মাঙ্কি পক্স নতুন করে বিশ্বে ছড়িয়ে পড়ায় সন্দেহের তির রাশিয়ার দিকে।
দুই বছর আগে করোনা ভাইরাস যখন বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট চিনের দিকে আঙুল তুলেছিলেন। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, চিনে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়াতে চাইছে। এখন রাশিয়ার বিরুদ্ধে সেই রকম অভিযোগ উঠতে শুরু করেছে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানী কানাত আলিবেকভ কী বলেছিলেন? ১৯৯৮ সালে এ সাক্ষাৎকারে তিনি বলেন, এসময় সোভিয়েত ইউনিয়ন মাঙ্কি পক্সকে বায়ো অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। সেই কারণে সোভিয়েত ইউনিয়ন একাধিক ভাইরাসকে পরীক্ষা করতে দেখা করতে গিয়েছিল।
পাশাপাশি তিনি দাবি করেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া মাঙ্কিপক্স নিয়ে গবেষণা চালিয়ে গিয়েছিল। তারা ভবিষ্যতে মাঙ্কিপক্সকে বায়ো অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বলে ওই বিজ্ঞানী দাবি করেছিলেন। পাশাপাশি তিনি জানান, রাশিয়া এখনও মাঙ্কি পক্স নিয়ে গবেষণা করে চলেছেন।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে নতুন করে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের সংক্রমণ দ্রুত হয়। মানুষের থেকে মানুষের শরীরে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়তে পারে। এর সংক্রমণের ধরন অনেকটা করোনা ভাইরাসের মতো বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে মাঙ্কি পক্সের থেকে করোনা ভাইরাসের অনেক পার্থক্য রয়েছে। হু-এর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০। খুব দ্রুত এক শহর থেকে অন্য শহরে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ছে হু আশঙ্কা প্রকাশ করেছে।