মানুষটা মরে যেতেও পারত! দুর্ঘটনা নিয়ে অপপ্রচার হচ্ছে বলে দাবি মমতার

মানুষটা মরে যেতেও পারত! দুর্ঘটনা নিয়ে অপপ্রচার হচ্ছে বলে দাবি মমতার

468597d9c6f52376a677f6929dd75a17

কলকাতা: উত্তরবঙ্গ সফরে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তাঁর পা এবং কোমরে চোট লাগে এবং চিকিৎসকরা এখন তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই পঞ্চায়েত ভোটের প্রচারে তিনি আর বেরতে পারছেন না। কিন্তু আজ থেকে ভার্চুয়াল প্রচার শুরু করেছেন তিনি। আর সেই সভা থেকেই বক্তৃতা রাখার সময়ে অপপ্রচার নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়, এই দুর্ঘটনা নিয়েও উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। 

সোমবার বীরভূমের দুবরাজপুরে সভা করতে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভার্চুয়ালি সেই সভায় বক্তব্য রেখেছেন। সেই সভাতেই তিনি বলেন, উত্তরবঙ্গের পরিস্থিতি এমন ছিল যে তাঁর চপার আর একটু হলেই বড় দুর্ঘটনার শিকার হতে পারত। ৩০ সেকেন্ড হলেই হেলিকপ্টারটা ক্র্যাশ করে যেত, নষ্ট হয়ে যেত। মমতার কথায়, মানুষটা মরে যেতে পারত কিন্তু এখন সেই ঘটনা নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে তিনি জনগণের কাছে বিচার চেয়েছেন। এছাড়া তিনি এখন কেমন আছেন সেই বিষয়েও সকলকে জানান। মমতা বলেন, তাঁর কোমর এবং পায়ের চোট এখনও কমেনি, রোজ চার ঘণ্টা ধরে নানারকম থেরাপি করতে হচ্ছে। তবে আগামী কয়েক দিনেই তিনি ঠিক হয়ে যাবেন বলে জানান। 

কলকাতায় ফেরার পর এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাতে গিয়েছিলেন। তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি হননি। বাড়ি থেকেই চিকিৎসা করাচ্ছেন। আজ তিনি এটাও জানিয়েছেন, ছোট অপারেশনও করাতে হতে পারে তাঁকে। তবে সেটা এখনও ঠিক হয়নি। আপাতত বাড়িতেই তাঁর ফিজিওথেরাপি চলছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *