চাকরি পেতে আগাম স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করল পর্ষদ

চাকরি পেতে আগাম স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করল পর্ষদ

dd0faff8d017fbd0193a95d629f479fa

কলকাতা: শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন আবশ্যিক৷ কিন্তু, এই নিয়ম কার্যকর হওয়ার গোড়া থেকেই তাতে ছাড় দেওয়া হয়েছিল। পরীক্ষায় পাশ করার পর শিক্ষকরা যাতে দ্রুত স্কুলে দ্রুত যোগ দিতে পারেন, সেই উপলক্ষে জয়েনিংয়ের পরে এই যাচাইকরণগুলি করার সুযোগ করে দেয় স্কুলশিক্ষা দফতর। ফলে এতদিন কাজে যোগ দেওয়ার জন্য আগাম স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হতো না। তবে, এবার সেই নিয়মেই বদল আসছে৷ বলা হয়েছে, কাজে যোগদানের আগেই এই দু’টি শর্ত পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানানো হয়েছে, এক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হল। শিক্ষাদফতর পূর্বে এই ছাড়ের মেয়াদ বাড়িয়েছিল৷  তবে, সেই মেয়াদ নকুন করে আর বাড়ানো হবে না৷ সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপারিশপত্র এলেই পর্ষদে ডাকা হবে প্রার্থীদের। পুলিশ ভেরিফিকেশনের ফর্মে স্ট্যাম্প মেরে প্রার্থীদের হাতে দেওয়া হবে। সেই অনুযায়ী ভেরিফিকেশন করবে পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে জেলা হাসপাতালগুলির সঙ্গে আলোচনা করা হবে৷ সেই সাপেক্ষে প্রার্থীদের পাঠাবে পর্ষদই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *