জ্বালানির দাম কমানো নিয়ে মোদীর ভূয়শী প্রশংসা ইমরানের, শাহবাজকে টুইট খোঁচা

জ্বালানির দাম কমানো নিয়ে মোদীর ভূয়শী প্রশংসা ইমরানের, শাহবাজকে টুইট খোঁচা

ইসলামাবাদ: জ্বালানি তথা পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে ফের ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি জ্বালানি তেলের দাম কমাতে শুল্ক  কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার বিকেলেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয় লিটারপ্রতি পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা শুল্ক কমানো হবে কেন্দ্রের তরফ থেকে। এর ফলে পেট্রোলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেল  লিটার প্রতি ৭ টাকা দাম কমবে। শনিবার টুইট বার্তা দিয়ে এমনটাই জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর ভারত সরকারের এই সিদ্ধান্তেরই ভূয়শী প্রশংসা করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

তাঁর দাবি, আমেরিকার চাপের মুখে পড়ে ভারত নতি স্বীকার করেনি। আগামীতে এমন সাহসী এবং প্রয়োজনীয় পদক্ষেপ আরও প্রয়োজন। সম্প্রতি একটি টুইট বার্তায় প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী লেখেন, ‘QUAD-এর সদস্য হওয়া সত্বেও রাশিয়ার থেকে কম দামে তেল কিনছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার চাপ সৃষ্টি করার পরেও তারা নতি স্বীকার করেনি। এতে দেশের সাধারন মানুষের অনেক সুবিধা হয়েছে। সাধারণ মানুষকে সাহায্য করবে এবং বিদেশনীতি অত্যন্ত জরুরী।’

ভারতের বিদেশনীতি প্রসঙ্গে তাঁর শাসনকালে বিদেশনীতির তুলনা করে এদিন ইমরান খান আরও বলেছেন, ‘ আমার সরকার পাকিস্তানের জনসাধারণের স্বার্থকে গুরুত্ব দিত।’ এর সঙ্গেই বর্তমান  শাহবাজ শরিফের সরকারকে কটাক্ষ করে ইমরানের বার্তা, ‘স্থানীয় মীরজাফর এবং মীর সাদিকরা বিদেশী শক্তির সামনে মাথা নত করার সিদ্ধান্ত নিয়েছে। আর তার জেরে এখন তারা মস্তকহীন মুরগির মত ছটফট করে লাফাচ্ছে। অর্থনীতি তাঁদের লেজে।’

সেই সঙ্গেই তাঁর আফসোস, ‘আমাদের সরকার ও দেশের মানুষের জন্য ভারতের মতোই কিছু পদক্ষেপ নিতে চেয়েছিল। স্বাধীন বিদেশনীতি তৈরি করা হয়েছিল আমাদের লক্ষ্য।’ তবে এটাই প্রথমবার নয়। এর আগে প্রধানমন্ত্রীর গদি হারানোর সময়ও মোদি সরকারের বিদেশনীতির প্রশংসা করেছিলেন ইমরান খান। এবার ফের একবার সেই পথে হেঁটেই পাকিস্তানের বর্তমান সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + two =