ভোটের আগেই বিরাট অভিযোগে বিদ্ধ নওশাদ, থানায় গেলেন এক তরুণী

ভোটের আগেই বিরাট অভিযোগে বিদ্ধ নওশাদ, থানায় গেলেন এক তরুণী

কলকাতা: তিন দিন পরেই রাজ্যে এক দফার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ভোটের দফা বাড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে তাঁর সেই আর্জি মানা হয়নি। এবার তাঁর বিরুদ্ধেই উঠল বিরাট অভিযোগ। এই নিয়ে নিউটাউন থানাযর দ্বারস্থ হয়েছেন এক তরুণী। কিন্তু কী অভিযোগ করলেন তিনি? জানা গিয়েছে, নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে, দীর্ঘ দিন ধরে শারীরিক অত্যাচারের অভিযোগও করেছেন ওই তরুণী। 

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুপুরে নিউটাউন থানায় গিয়ে ওই তরুণী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু তা করেননি। উলটে শারীরিক অত্যাচার করা হয়েছে তাঁকে। যদিও আইএসএফ বিধায়ককে তিনি কতদিন চেনেন, কীভাবে চিনলেন, সেসব নিয়ে কোনও উত্তর দিতে চাননি মহিলা। তাই সন্দেহ একটু হলেও বাড়ছে পুলিশের। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, এদিন থানায় তরুণীর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাই আইএসএফ শিবির মনে করছে, এটি শাসক দলের কোনও ষড়যন্ত্র তাদের দল এবং বিধায়ককে হেনস্থা করার। 

যদিও এই বিষয় নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নওশাদ সিদ্দিকী। তবে তিনি সময় মতো সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তবে সূত্রের খবর, তৃণমূল নেতা জানিয়েছেন, সংখ্যালঘু পরিবারের উচ্চশিক্ষিত মহিলা এই অভিযোগ এনেছিলেন। বেশ কিছু সময় ধরেই তিনি বিচার চাইছেন। অবশেষে তাঁকে থানায় নিয়ে আসা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =