ভিনরাজ্যের পুলিশ পর্যবেক্ষক চান অধীর! ভোটে নিয়ে নয়া দাবি

ভিনরাজ্যের পুলিশ পর্যবেক্ষক চান অধীর! ভোটে নিয়ে নয়া দাবি

4cd8b4978e7cb2aa06667483fdc346e9

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দফা বৃদ্ধির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ বুধবার তাঁর সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। কিন্তু তাতেও দমে যাওয়ার পাত্র নন তিনি। এবার নতুন এক দাবি করেছেন অধীর। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে ভিনরাজ্যের পুলিশ পর্যবেক্ষক চান কংগ্রেস সাংসদ। তবে তাঁর সেই দাবিও মানা হবে কিনা জানা নেই। 

দফা বৃদ্ধির বিষয় নিয়ে তাঁর দাবি খারিজ হয়ে যাওয়া প্রসঙ্গে অধীর সংবাদমাধ্যমে জানান, নিরাপত্তার কারণেই তিনি এই দাবি করেছিলেন। শাসক দলের হয়ে পুলিশ এবং তৃণমূলের গুণ্ডারা যাতে মানুষকে ভয় দেখাতে না পারেন, তার চেষ্টাই করছিলেন। তবে তিনি এবার দাবি করেছেন, কেন্দ্রীয় বাহিনীকে বুথেই রাখত হবে, আর তাদের যারা পরিচালনা করবেন সেই পুলিশ অবজার্ভারদের অন্য রাজ্য থেকে আনতে হবে। যদিও এই নিয়ে আদালতে যাওয়ার কথা তিনি বলেননি এবং সেই সময়ও নেই বলা চলে। কারণ ৩ দিন পর শনিবারই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। 

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে,  সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। অর্থাৎ তাদের চোখে এই জেলায় সবচেয়ে বেশি স্পর্শকাতর। এরপর পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় থাকতে চলেছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আরও একাধিক জেলায় কমবেশি এই সংখ্যক বাহিনীই থাকতে চলেছে। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী ছাড়াও একাধিক রাজ্যের পুলিশ এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার দায়িত্ব সামলাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *