স্বাধীনতার ৭৫ বছর পরেও চুঁচুঁড়া থেকে পঞ্চায়েতে লড়ছে ‘ব্রিটিশ’

স্বাধীনতার ৭৫ বছর পরেও চুঁচুঁড়া থেকে পঞ্চায়েতে লড়ছে ‘ব্রিটিশ’

 চুঁচুড়া: সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এ দেশে ব্যবসা করতে এসেছিলেন ব্রিটিশরা৷ সালটা ১৬০৮৷ ২৪ অগাস্ট কিছু ব্রিটিশ ব্যবসায়ী এসে ভেড়েন গুজরাতের সুরাতে৷ তারপর তিনশো বছর ধরে শাসন করে ভারত। অবশেষে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন ভারতের তেরঙ্গা ওড়ে দেশে। সেই স্বাধীনতা লাভের ৭৫ বছর পরেও এদেশের ভোটে লড়ছে ব্রিটিশ৷ পঞ্চায়েত ভোটে প্রার্থীও হলেন তিনি।

শুনে অবাক হচ্ছেন? অবাক লাগলেও এমনটাই কিন্তু ঘটছে। তবে এই ব্রিটিশ,  ভারত শাসন করা সেই ব্রিটিশ নয়। এই ব্রিটিশ একজন ব্যক্তিবিশেষ৷ সিপিএমের হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন৷ চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷ 

যদিও এই বাম প্রার্থীর আসল নাম অমিত ওঁরাও। তবে বাড়িতে সবাই তাঁকে ব্রিটিশ নামেই ডাকে। এলাকাতেও ওই নামেই তাঁর পরিচিতি। দেওয়াল লিখন থেকে ব্যানার, সবেতেই অমিতের পাশে বন্ধনী দিয়ে লেখা, ‘ব্রিটিশ’। এই বছর নির্বাচনে প্রথমবার লড়ছেন তিনি। নিজের জয় নিয়ে আশাবাদী অমিত৷ সিপিএমের জেলা পরিষদ প্রার্থী সুদীপ তরফদার বলেন, ‘ব্রিটিশ এই প্রজন্মের ছেলে। আমরা তরুণদের জায়গা করে দিয়েছি। ব্রিটিশের মতো অনেক প্রার্থী এবার ভোট্ল লড়ছে৷’ কিন্তু হঠাৎ ব্রিটিশ নাম কেন? কেই বা দেলেন? এই প্রশ্নের উত্তরে সুদীপবাবু জানান, অমিত আদিবাসী পরিবারের সন্তান। কিন্তু ছোটবেলা থেকেই রূপবান। অনেকটা সাহেবদের মতো দেখতে। তাই পাড়ার লোকেরাই ওঁর নাম দিয়েছিলেন ব্রিটিশ। সেই থেকে এই নাম থেকে গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *