ভোট সরেজমিনে রাস্তায় রাজ্যপাল, শুনছেন বিরোধীদের অভিযোগ

ভোট সরেজমিনে রাস্তায় রাজ্যপাল, শুনছেন বিরোধীদের অভিযোগ

d2ed25d85133c72baf303c598c20146d

মুর্শিদাবাদ: ভোট গ্রহণ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডাঙ্গাপাড়ার কদম্বগাছি৷ সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ, ব্যাপক বোমাবাজিতে এলাকায় তীব্র চাঞ্চল্য৷ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর৷ সেই আবহে সকাল সকাল রাজভবন থেকে বেরিয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ ভোটের দিন পথেই থাকবেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ 

শুক্রবার রাতে রাজভবনের তরফে জেলাশাসকদের চিঠি পাঠিয়ে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যপাল নিজে ভোট পরিদর্শনে যাচ্ছেন, এমন ঘটনা এ রাজ্যে বিরল। রাজভবনের তরফে ওই চিঠিতে জানানো হয়েছে, শনিবার সকাল সওয়া ৬টা নাগাদ রাজভবন থেকে সড়কপথে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসুদেবপুর একটি বুথের উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছনোর পর তিনি বুথ পরিদর্শন করবেন। এরপর বাসুদেবপুর থেকে  নদিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ৭টা নাগাদ নদিয়ার বেশ কয়েকটি বুথ পরিদর্শন করবেন রাজ্যপাল। বেলা ১২ টায় তিনি থাকবেন রাজভবনের পিসরুমে। এরপর তিনি চলে যাবেন দক্ষিণ ২৪ পরগনায়।

কথা মতো  সকাল সকাল উত্তর ২৪ পরগণায় বাসুদেবপুর এলাকায় পৌঁছে যান রাজ্যপাল৷ বাম-বিজেপি সহ বিরোধী দলের প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলছেন৷ তাঁদের অভিযোগ, বুথে কেন্দ্রীয় বাহিনী নেই৷ সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করানো হচ্ছে৷ কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাজ্যপালের কনভয়ের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা৷ রাজ্যপালের গাড়ি আসতেই এগিয়ে যান তাঁরা৷ গাড়ি দাঁড় করিয়ে তাঁদের কথা শোনেন৷ অভিযোগ শোনার পর রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে তিনি কথা বলতে পারেন বলেই খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *