উত্তপ্ত কোচবিহার, ফলিমারিতে বিজেপি’র পোলিং এজেন্টকে পিটিয়ে খুন, তুফানগঞ্জে নিহত তৃণমূল কর্মী

উত্তপ্ত কোচবিহার, ফলিমারিতে বিজেপি’র পোলিং এজেন্টকে পিটিয়ে খুন, তুফানগঞ্জে নিহত তৃণমূল কর্মী

কোচবিহার: ফের উত্তপ্ত কোচবিহার৷ ফলিমারিতে খুন বিজেপি’র পোলিং এজেন্ট৷ পিটিয়ে খুনের অভিযোগ৷ নিহত পোলিং এজেন্টের নাম মাধব বিশ্বাস৷ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ 

শনিবার সকালে ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোট শুরু হওয়ার পরই দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ বুথের মধ্যেই বিজেপি’র পোলিং এজেন্টকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে৷ রক্তাক্ত অবস্থায় বুথের মধ্যেই পড়ে রয়েছে মধবের দেহ৷ এদিকে গন্ডোগোল শুরু হতেই বুথ ছেড়ে পালিয়ে যান ভোট কর্মীরা৷ ঘচনাস্থলে পুলিশ বাহিনী৷ 

এদিকে, গতকাল রাতে কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়৷ আহত আরও এক৷ অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে৷ রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের ৬৮ নম্বর বুথে ভোটের কাজ সম্পন্ন করে দলীয় প্রার্থীর বাড়ি যান গণেশ দাস ও তাঁর সহযোগী৷ সেখান থেকে ফেরার সময় আক্রান্ত হন তাঁরা৷ রক্তাক্ত অবস্থায় দু’জনকে কামাক্ষাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে গণেশ দাসকে মৃত বলে ঘোষণা করা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =