ব্যারাকপুর: পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস৷ উত্তেজনা, খুন৷ কোথাও শাসক, কোথাও আবার বিরোধী৷ রাজনৈতিক উত্তেজনায় ফুটছে বাংলা৷ তৃণমূল- নির্দল সংঘর্ষে রণক্ষেত্রে ব্যারাকপুর৷ পুলিশের সামনেই নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি৷ প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হুমকি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে বেধরক মারধর করে পুলিশ৷
এদিকে, পুলিশের বিরুদ্ধে হাতে ধরে ভোট করানোর অভিযোগ উঠল হুগলিতে৷ অভিযোগ, পোলবা পঞ্চায়েতের ১০ নম্বর বুথের উচাই প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের ভোট করাচ্ছে পুলিশ। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “পুলিশ তৃণমূলের হয়ে ভোট করবে বলেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়নি।”
নদিয়ার হরিণঘাটার ফতেপুরের বৈতাড়া এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা। উড়ে গেল যুবকের হাত। সইদুল শেখ নামে ওই যুবককে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলেই দাবি বিরোধীদের।