দিনহাটা: কোচবিহারের দিনহাটার গিতালদহে ভোট চলাকালীন গুলি চালানোর ঘটনা ঘটে। দুই বিজেপি কর্মী রাধিকা বর্মণ এবং চিরঞ্জিৎ কার্জি গুলিবিদ্ধ হয়েছিলেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাদের মধ্যে একজনের। জানা গিয়েছে, গিতালদহ এলাকার ভাগ্নি পার্ট-১ বুথের বাসিন্দা চিরঞ্জিৎ কার্জির প্রাণ হারিয়েছেন। যদিও তাঁর ঘনিষ্ঠরা দাবি করেছেন, তিনি বিজেপি কর্মী ছিলেন না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গিতালদহ এলাকার ভাগ্নি পার্ট-১ বুথে সকলে যখন ভোটের লাইনে দাঁড়িয়ে ছিল ঠিক সেই সময়ে গোটা কুড়ি বাইকে এসে কিছু দুষ্কৃতী গুলি চালায়। তাতেই গুরুতর আহত হন চিরঞ্জিৎ কার্জি। তাঁর পেট এবং বুকের মাঝে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে স্থানান্তরিত করানো হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না, ছাপ্পা চলছে সকাল থেকে। তৃণমূল আশ্রিত গুণ্ডারাই এই কাজ করেছে।
এর আগে কোচবিহারের সিতাই থেকে বুথে আগুন লাগানো এবং ব্যালট পেপার পোড়ানোর ঘটনার কথা জানা গিয়েছে। সেখানেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে শাসক শিবির।