রাস্তা অবরোধ করে তাণ্ডব বিজেপির, ভোটের পরের দিনও অশান্ত চাকুলিয়া

রাস্তা অবরোধ করে তাণ্ডব বিজেপির, ভোটের পরের দিনও অশান্ত চাকুলিয়া

bjp

চাকুলিয়া: শনিবার শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছিল। কিন্তু আচমকা সব যেন বদলে যায়। তৃণমূলের বিরুদ্ধে হিংসার আবহে তৈরি করে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে কাউকে ভোট দিতে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। শনিবার কেটে গিয়ে রবিবারও এই ঘটনার আঁচ রয়েছে চাকুলিয়ায়। এদিন ভোট না দিতে দেওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে তাণ্ডব করল বিজেপি কর্মীরা। সেই কারণেই উত্তেজক পরিস্থিতি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার রামপুর এলাকায়। 

রবিবার সকাল থেকে ওই এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী এবং সমর্থকরা। তাদের সমস্ত অভিযোগ তৃণমূলের দিকে। দাবি, শাসক শিবিরের গুন্ডাবাহিনী এলাকায় বুথ দখল করতে এসেছিল। আজ এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকেও এইসব ঘটনা সম্পর্কে জানান হয়েছে। বিজেপির মূল অভিযোগ, রাতভর ওই এলাকায় বোমাবাজি এবং ভাঙচুর চালানো হয়েছে। এলাকার মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে এলাকায় বিক্ষোভ-অবরোধ করে তারা। উত্তেজনা এতটাই ছিল যে, সরকারি বাস-সহ কয়েকটি অন্যান্য গাড়িও ভাঙচুর করা হয়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 

ঘাসফুল শিবিরের বক্তব্য, যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তাদের তো দূর, রাজনীতির কোনও সম্পর্ক নেই। ওটা স্থানীয় কোনও বিষয় নিয়ে ঝামেলা। যদিও বিজেপি দাবি করেছে, এলাকায় পুলিশ পিকেট বসানোর প্রয়োজন আছে। পুলিশি নিরাপত্তার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twelve =