কেষ্টর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন স্বামী শিবঠাকুর, তৃণমূলের টিকিটেই জিতলেন স্ত্রী লিপিকা

কেষ্টর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন স্বামী শিবঠাকুর, তৃণমূলের টিকিটেই জিতলেন স্ত্রী লিপিকা

দুবরাজপুর:  গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এক সময় খুনের চেষ্টার মামলা করেছিলেন তাঁর স্বামী৷ বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করল সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল৷ তাঁর জয়ে মানুষের অবদান দেখছেন লিপিকা৷ 

জয় নিশ্চিত হওয়ার পর লিপিকা বলেন, ‘‘যাঁরা আমার হয়ে খেটেছেন, তাঁরা সবাই টেনশনে ছিলেন। তাঁদের মুখে হাসি ফুটেছে দেখে খুবই ভাল লাগছে। ভগবানের আশীর্বাদ পেয়েছি,  মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আমি শুরু থেকেই আশাবাদী ছিলাম, সারা জীবন মানুষের পাশে থেকেছি। কলেজে পড়ার সময় থেকেই তৃণমূল করছি। মানুষ আমাকে বলেছে, তুমি দাঁড়াও। সব সময় মানুষের পাশে থাকব। মমতাদি, অভিষেকদার কাছে আমার কৃতজ্ঞতা।’’ 

দিল্লির আদালত গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেওয়ার পরই তৃণমূল সভাপতির বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন দলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর। পরের দিনই আদালতে হাজির করিয়ে কেষ্টকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। দেড় বছরের পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে সেই মামলা করা হয়৷ এ নিয়ে প্রশ্নও উঠেছিল। যদিও সেই সময় শিবঠাকুর বলেছিলেন, ভয়ে এত দিন অভিযোগ দায়ের করতে পারেননি৷ সেই শিবঠাকুরেরই স্ত্রী লিপিকা এবার বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটি, ১৬৫ নম্বর সংসদ থেকে তৃণমূলের টিকিট পান৷ পঞ্চায়েত সমিতিতে লড়াই করে জয়ীও হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *