কলকাতা: গত কয়েকদিন ধরেই তিনি বাংলার পঞ্চায়েত ভোট পরিস্থিতি নিয়ে ক্রমাগত অসন্তোষ প্রকাশ করে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকার তো বটেই, সরাসরি রাজ্য নির্বাচন কমিশনারকেও আক্রমণ করেন তিনি। এছাড়া নিজে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিস্থিতি সম্পর্কে খোঁজও নেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের গণনার দিনও তিনি পথে আছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে হিংসা যারা করছে তাদের কড়া বার্তাও দিয়েছেন তিনি।
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুমান করা হয়েছে, বাংলার ভোট পরিস্থিতি নিয়েই রিপোর্ট দিতে দিল্লি গিয়েছিলেন তিনি। তাই যদি হয়, তাহলে দিল্লি থেকে ফিরেই আবার বাংলার পথে পথে থাকা তাঁর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এদিন সকালেই দিল্লি থেকে কলকাতায় ফিরে হিংসার বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়ে দিয়েছেন তিনি। রাজ্যপাল এটাই জানিয়েছেন, আজও তিনি থাকবেন রাস্তায়। ঘুরে দেখবেন অশান্তিপ্রবণ সমস্ত এলাকা। এমনিতে সকাল থেকেই নানা জায়গা থেকে আজও হিংসার খবর আসছে।
প্রসঙ্গত গতকাল অমিত শাহের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন রাজ্যপাল বোস। তিনি বলেন, ভোরের ঠিক আগেই সবথেকে বেশি অন্ধকার থাকে। আর কনকনে শীত আসলেই বোঝা যায়, বসন্তও বেশি দূরে নেই। রাজ্যপালের এই মন্তব্যের বিশেষ কিছু বোঝা না গেলেও আলোচনা শুরু হয়েছে যে তিনি বাংলার রাজনৈতিক পরিবর্তন ইস্যু নিয়ে কিছু ইঙ্গিত দিলেন কিনা।