কালনা: পূর্ব বর্ধমানের কালনা এক নম্বর ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতে এক অবাক করা ঘটলা ঘটে গেল। সিপিএমের টিকিটে এই আসনে প্রার্থী হয়েছিলেন গীতা হাঁসদা। সবথেকে বড় ব্যাপার, তিনি জিতেওছেন। কিন্তু জেতার পরেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তৃণমূলে যোগ দিলেন তিনি! স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। তৃণমূলের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম। যদিও, খোদ ওই প্রার্থী বলছেন অন্য কথা।
কাঁকুড়িয়া পঞ্চায়েতের সহজপুর থেকে সিপিএমের টিকিটে ২৩ ভোটে জয়লাভ করেছেন গীতা হাঁসদা। যদিও এই পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনে জিতেছে। এই একটি আসনই সিপিএমের দখলে গিয়েছিল। কিন্তু তাও টিকল কই? গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসেই সিপিএম ওই প্রার্থী ঘোষণা করলেন তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। সঙ্গে এও বলেন, আদতে তৃণমূলই করতেন তিনি। তবে রাগের বশে সিপিএমে যোগ দিয়েছিলেন। এখন তাই জিতে ফের নিজের পুরনো দলে ফিরে গেছেন। যদিও এই দাবি মানতে চায়নি লাল বাহিনী।
সিপিএমের দাবি, চাপের কারণে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছেন তিনি। তাঁকে এবং তাঁর পরিবারকে ভয় দেখানোও হতে পারে। যদিও তৃণমূলের স্পষ্ট বক্তব্য, কোনও রকম চাপ কাউকেই দেওয়া হয়নি। উন্নয়নের কারণেই এই দল বদল হয়েছে। বিরোধীদের কাছে আর কোনও অস্ত্র নেই ব্যবহার করার মতো, তাই মিথ্যে রটনা হচ্ছে।