কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সব বুথে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা যায়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং কেন্দ্রের কাছে আগাম নির্বাচন কমিশনের বাহিনী চাওয়ার পরেও ভোটের দিন তাদের সঠিকভাবে মোতায়েন করা সম্ভব হয়নি। এই ইস্যুতে আগেই বিএসএফ-এর তরফে রাজ্য নির্বাচন কমিশনকে তোপ দাগা হয়েছিল। বলা হয়েছিল, কমিশনের তরফে সময় মতো তথ্য না পেয়েই এমন পরিস্থিতি হয়েছে। তবে এখন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পাল্টা দিলেন তাদের। তাঁর কথায়, কেন্দ্রের জন্যই বাহিনী মোতায়েন করা যায়নি।
বিএসএফ ডিজি দাবি করেছিলেন, স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথের তালিকাই পাননি তারা। নির্বাচন কমিশন যদি সেই বিষয়ে কাজ করত তাহলে বাহিনী মোতায়েনের কাজ অনেকটা সহজ হত। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এই দাবি মানতে চায়নি। নির্বাচন কমিশনার রাজীব সিনহার বক্তব্য, জেলাভিত্তিক স্পর্শকাতর বুথের সংখ্যা সম্পর্কে জানান হয়েছিল। কিন্তু বিএসএফের পরিকল্পনায় স্পর্শকাতর বুথ ছিল না। এই প্রেক্ষিতে স্পর্শকাতর বুথের তালিকা সংক্রান্ত বিএসএফের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। রাজীবের যুক্তি, স্পর্শকাতর বুথের তালিকা যদি না পাওয়া যায়, তবে বুথগুলিতে বাহিনী গেল কী ভাবে?
এই ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনার নিজেদের কোন দোষ দেখছেই না। বরং তাদের স্পষ্ট কথা, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করেছে তারা। বাহিনী মোতায়েন নিয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটের সময় অশান্তি কম হবে, এমন ধারণা করেছিল অধিকাংশই। তেমনই পদক্ষেপ নেওয়া হয়েছিল।