বিস্ফোরণে হাত উড়ল বৃদ্ধের, গণনার দিনেও লাগাতার হিংসা

বিস্ফোরণে হাত উড়ল বৃদ্ধের, গণনার দিনেও লাগাতার হিংসা

বিস্ফোরণে হাত উড়ল বৃদ্ধের, গণনার দিনেও লাগাতার হিংসা পঞ্চায়েত ভোটের দিন তো লাগামছাড়া হিংসার খবর এসেছেই, গণনার দিনও কিছু বাকি থাকছে না। সকাল থেকে রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। বোমাবাজির খবরও মিলেছে। এবার আরও এক জায়গা থেকে বোমা বিস্ফোরণের খবর এল। সেখানে আবার বিস্ফোরণে হাত উড়েছে এক বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। 

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বার বার বিস্ফোরণ হয়েছে পূর্ব মেদিনীপুরে। আজও তার ব্যতিক্রম নয়। এই বিস্ফোরণের ঘটনাও ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরদান গ্রামে আচমকা এই বিস্ফোরণ হওয়ায় ওই বৃদ্ধের হাত উড়ে যায়। হাসপাতালে ভর্তি হওয়া ওই বৃদ্ধ আদতে কোনও রাজনৈতিক দলের কর্মী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটি বাঁশবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা। অনুমান, কেউ বা কারা ওই জায়গায় আগে থেকে বোমা রেখে দিয়েছিল। তাতেই কোনও ভাবে বিস্ফোরণ হয়েছে। 

হাসপাতাল মারফত জানা গিয়েছে, ওই বৃদ্ধের হাত তো উড়েছেই, সঙ্গে তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। সেগুলি সব বোমা বিস্ফোরণের ফলেই হয়েছে বলে ধারণা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আশঙ্কা বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =