বোলপুর: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি চলাকালীন এই গ্রামে গিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট-১ ব্লকের কুসুম্বা গ্রাম রাজনৈতিক পরিসরে বেশ আলোচিত কারণ এটিই হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির গ্রাম। তবে মুখ্যমন্ত্রীর মামার বাড়ি যে গ্রামে সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তাঁকে স্বস্তি দিল না। কারণ এই গ্রামে জয়ী হয়েছে বিজেপি। সেখানকার তিনটি আসনের মধ্যে ২টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির, একটিতে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার পরিবার যে বুথে ভোট দেয়, সেখানেই জয় পেয়েছে পদ্ম।
দলের প্রচারে হোক কিংবা অন্য কোনও সময়ে, এই গ্রামের কথা নানাভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়েই এই গ্রামের উল্লেখ করেছেন তিনি। তবে এই পঞ্চায়েত নির্বাচনের ফলের পর এই গ্রাম মমতাকে খুব একটা সুখকর স্মৃতি দিল না। যদিও আগের কোনও ভোটেই এই গ্রাম থেকে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। গত লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূল জায়গা করতে পারেনি এখানে। ফল বলছে, রামপুরহাটে বিধানসভায় তৃণমূল জিতলেও এই গ্রামে পঞ্চায়েতে হারল। লোকসভা ভোটেও এই গ্রামে জয় পেয়েছিল বিজেপি।
এই গ্রামের ৩১ নম্বর এবং ৩২ নম্বর বুথে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। শুধুমাত্র ২৯ নম্বর বুথের আসনে ঘাসফুল শিবির সবুজ আবির ওড়াতে পেরেছে। প্রসঙ্গত, ৩১ নম্বর বুথে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের পরিবার।