সিপিএমকে হারাতে ব্যালট কাগজ খেয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী! অবাক করা অভিযোগ

সিপিএমকে হারাতে ব্যালট কাগজ খেয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী! অবাক করা অভিযোগ

কলকাতা: ভোটের লড়াইয়ে একে অপরকে হারানোর জন্য কত কী না হয়। রাজনৈতিক সন্ত্রাস তো আছেই, তা ছাড়াও প্রচারের জোর, ব্যক্তিগত আক্রমণ, কুৎসা সবই থাকে। কিন্তু উত্তর ২৪ পরগনার অশোকনগরে পঞ্চায়েত নির্বাচনে যা হল তা হতভম্ভ করবে সকলকে। বিপক্ষের প্রার্থীকে হারাতে ব্যালট কাগজই খেয়ে ফেললেন তৃণমূল প্রার্থী! হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে সেখানে। 

উত্তর ২৪ পরগনার অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে মাত্র ৪ ভোটে জেতার দাবি করেছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। সেই সময়ই তাঁকে হারানোর চেষ্টা করে ব্যালট কাগজ খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি, এমনই অভিযোগ। এই ঘটনায় যত না চাঞ্চল্য ছড়িয়েছে তার থেকে বেশি মানুষ অবাক হয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। তাঁর পাল্টা দাবি, বিজেপি ভোট গণনায় কারচুপি করার চেষ্টা করছিল বলে তিনি হাতে কামড় দিয়েছিলেন। ব্যালট খাওয়ার কথা একদম মিথ্যে। একই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন, ওই বুথে ৪৬ ভোটে জিতেছেন তিনি। 

তবে সিপিএম এটা মানতে নারাজ। প্রার্থী স্পষ্টত দাবি করেছেন, তাঁর জয় নিশ্চিত করার আগে ফের গণনা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে সেখানে তৃণমূল প্রার্থী এসে সোজা ব্যালট বাক্সের সামনে চলে যান। তারপর অন্তত ২৫টি বান্ডিল ব্যালট কাগজ বের করে তা ছিঁড়ে মুখে ঢুকিয়ে দেন! কিছুটা আবার ফেলেও দেন। ঘটনার জেরে গণনাকেন্দ্রে থাকা সকলেই তাজ্জব হয়ে গিয়েছিলেন বলেই দাবি তাঁর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে এলাকায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =