নন্দনপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন গোপাল নন্দী। তাঁর বয়স ৮৮ বছর। চমক শুধু এতেই নয়। দীর্ঘ ৫৮ বছর ধরে তিনি এখানে জিতে আসছেন! ২০২৩ সালে এসেও জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছেন এই বৃদ্ধ। হয়তো তিনিই এই পঞ্চায়েতে জেতা সবথেকে বয়স্ক প্রার্থী। তবে গোপাল বাবু এখানেই থেমে যেতে চান না। তিনি জানিয়েছেন, দল চাইলে নিজের দায়িত্বে কাজ চালিয়ে যাবেন।
১৯৬৫ সালে সক্রিয় রাজনীতিতে প্রথমবারের জন্য যোগ দিয়েছিলেন গোপাল নন্দী। তারপর থেকে টানা ৫৮ বছর ধরে নানা রাজনৈতিক দলের প্রতীকে দাঁড়িয়ে ভোটে জিতে এসেছেন তিনি। কখনও নির্দল হয়ে, কখনও কংগ্রেসের টিকিটে, আবার এখন তৃণমূল কংগ্রেসের হয়ে, জয়ের ধারা তাঁর অব্যাহত আছেই। ৩৪ বছরের বাম জমানাতেও তিনি একবারের জন্যও হারার ব্যথা পাননি। এবারেও পেলেন না। দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস করেছেন তিনি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার পর সেই দলে যোগ দেন। তবে এতদিনে কখনও তাঁকে ঘরে ঘরে প্রচার করতে দেখা যায়নি।
গোপাল বাবুর মতে, কাজ যদি কেউ করে তাহলে তাঁকে ঘরে ঘরে গিয়ে বলতে হয় না। তিনি এলাকায় কাজ করেছেন এবং লোকে তা জানে, সেই কারণেই তাঁর ভোটে জেতা নিশ্চিত ছিল। প্রসঙ্গত, বেশ কয়েক বছর তিনি পঞ্চায়েত প্রধানের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে পঞ্চায়েত সমিতিতে জিতেছিলেন। বন ও ভূমি কর্মাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।