রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এল বিজেপির কেন্দ্রীয় দল, যাবে উত্তরবঙ্গও

রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এল বিজেপির কেন্দ্রীয় দল, যাবে উত্তরবঙ্গও

কলকাতা: রাজ্যের এক দফার পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। সারাদিন ধরেই জায়গায় জায়গায় অশান্তির ছবি দেখা গিয়েছে। বোমাবাজি, গুলি, সংঘর্ষ, কিছুই বাকি ছিল না। শুধু ভোটের দিন নয়, সোমবার কিছু বুথে পুনরায় ভোটের সময়, আবার মঙ্গলবার গণনার দিনও। বলতে গেলে আজও বেশি কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় দলের আসার কথা ছিল বাংলায়। তারা আজ এল। ‘ভোট-সন্ত্রাস’ বুঝতে এই দল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো বটেই, যাবে উত্তরবঙ্গেও। 

বিজেপির এই তথ্যানুসন্ধান দলের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তাঁর সঙ্গে আছেন বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা। কলকাতায় এসে ইতিমধ্যেই তারা সাংবাদিক বৈঠক করেছেন। আর প্রত্যেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চায়েত ভোটের এই হিংসার জন্য দায়ী করেছেন। তাঁদের বক্তব্য, বাংলার তৃণমূল সরকার গণতন্ত্রের লজ্জা। একই সঙ্গে এও বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের ওপর তাদের ভরসা নেই। মমতার সরকার তাদের ওপর চাপ দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় দলের দাবি, বাংলার মতো রাজনৈতিক হিংসা দেশের আর কোথাও দেখা যায় না। 

জানা গিয়েছে, এদিনই বারাসত, কুলতুলি সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় যাবে এই দল। বৃহস্পতিবার উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারেন তারা। মনে রাখতে হবে, ভোটের দিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে আবার বাংলার রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে ভোটপর্ব মিটতেই। এখন এই কেন্দ্রীয় দলের আগমন রাজ্যে। তাহলে কি বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হবে?   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *