কলকাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যের নানা অংশ যা যা হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অধিকাংশ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে শাসক দল দাবি করলেও বিরোধীরা এই অশান্তির জন্য তাদেরকেই দায়ী করেছে। যদিও ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল উচ্ছ্বাস প্রকাশ করে আবির খেলায় মত্ত। এদিন রাজ্যবাসীকে এই জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে নিশানা করলেন তিনি।
মমতা এদিন বলেন, কোনও অপরাধ যদি করে থাকেন তাহলে তিনি শাস্তি পেতে প্রস্তুত। মা-মাটি-মানুষ তাঁকে শাস্তি দিলে তিনি মাথা পেতে নেবেন। কিন্তু বিজেপির তরফ থেকে এত কুৎসা, এত মিথ্যে কেন রটানো হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মমতা এও জানান, বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকে উগ্র, বিদ্বেষমূলক মনোভাব জাহির করেছে, কিম্ভুতকিমাকার মনোভাব দেখিয়েছে। একটা ভালো কথা, ভদ্র কথা বলেনি। আর এখন মিথ্যে, কুৎসা রটিয়ে যাচ্ছে। অতীতের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, বিরোধী থাকাকালীন শুধু মার খেয়েছেন। গরীব পরিবারের সন্তান বলেই কি এরকম? প্রশ্ন তাঁর।
এই সাংবাদিক বৈঠক থেকেই অসম এবং ত্রিপুরার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ত্রিপুরায় তাদের ৯৩ শতাংশ আসনে লড়তে দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবদের আক্রমণ করা হয়েছে, সাংবাদিকদের গাড়িও ভেঙে দেওয়া হয়েছে, অসমে গেলেই তৃণমূল নেতাদের নিশানা করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। তখন কেউ কিছু বলে না, শ্লেষ মমতার।