ভোট হিংসায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ১৯ জনের মৃত্যুর দাবি

ভোট হিংসায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ১৯ জনের মৃত্যুর দাবি

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর থেকে গণনার দিন পর্যন্ত ৪০ জন বা তার বেশি জনের মৃত্যু হয়েছে বলেই দাবি করেছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এই সংখ্যা মানতে চাননি। তিনি জানিয়েছিলেন, ৪০ জনের মৃত্যুর কোনও খবর নেই। আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত সেই দাবিই করলেন। ভোট হিংসায় রাজনৈতিক দলমত নির্বিশেষে নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। সঙ্গে এটাও দাবি করেছেন, অশান্তির কারণে বঙ্গে প্রাণ গিয়েছে ১৯ জনের আর ভোটের দিন ৭ জনের। 

মমতা এদিন নবান্ন থেকে ঘোষণা করেন, ভোটের আবহে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফে। এছাড়া নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। তবে তাঁর কথায়, ভোট হিংসায় মৃত ১৯ জনের মধ্যে ১০-১২ জন তৃণমূলের। একই ভাবে, ভোটের দিন যে ৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৪ জন তৃণমূলের ছিলেন। বাকিরা অন্যান্য রাজনৈতিক দলের। তবে আর্থিক সাহায্য এবং চাকরির ক্ষতিগ্রস্তরা পাবেন, তারা যে দলেরই হোন না কেন। এখানে কোনও ভেদাভেদ করা হবে না। 

এছাড়া এদিন বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকে উগ্র, বিদ্বেষমূলক মনোভাব জাহির করেছে, কিম্ভুতকিমাকার মনোভাব দেখিয়েছে। একটা ভালো কথা, ভদ্র কথা বলেনি। আর এখন মিথ্যে, কুৎসা রটিয়ে যাচ্ছে। এত কুৎসা, এত মিথ্যে কেন রটানো হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *