কলকাতা: রক্তের দাগ গায়ে মেখে পঞ্চায়েত ভোট মিটেছে। কিন্তু মিটছে না রাজ্য-রাজভবন তরজা! পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত হিংসার অভিযোগ জানাতে রাজভবনে পিস রুম বা শান্তি কক্ষা চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে অভিযোগও পড়েছে ভূরি ভূরি৷ সেই সমস্ত অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনকে। এই নির্দেশ এসেছে খোদ রাজ্যপাল বোসের তরফে৷ তেমনটাই রাজভবন সূত্রে খবর। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকাকে কেন্দ্র করে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে রাজ্য-রাজভবন সম্পর্কে। এদিকে বৃহস্পতিবারই রাজভবনে পৌঁছয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যপালের কাছ থেকে ভোট-হিংসার রিপোর্ট নেবেন তাঁরা।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বেশ কিছু জেলায় হিংসা ছড়াতে শুরু করে। বহু মানুষের মৃত্যুও হয়েছে। অশান্তির অন্যতম কেন্দ্রে হয়ে ওঠে ভাঙড়, ক্যানিং, দিনহাটা, মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিরোধী শিবিরের বহু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল৷ বিভিন্ন এলাকা পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ জানানোর জন্য তিনি রাজভবনেই ‘পিস রুম’ খোলেন। পিস রুম চালু হতেই জমতে থাকে নালিশের পাহাড়। ভোটগণনার দিন পর্যন্ত সেখানে অভিযোগ জমা পড়েছে৷ রাজ্যপালের নির্দেশ, সেই সব অভিযোগ আদালতে পেশ করতে হবে রাজ্য় নির্বাচন কমিশনকে৷
উল্লেখ্য়, পঞ্চায়েত ভোটের পর্ব মিটলেও আদালতে ভোট সংক্রান্ত বহু মামলার নিষ্পত্তি হয়নি এখনও। বরং জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর। এরই মধ্যে এল এমন নির্দেশ৷