কলকাতা: গরু পাচার কাণ্ডে ধৃত সায়গল হোসেনের জামিন মামলা পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। কোথায় এই মামলার বিচার হাওয়া উচিত, সেই জুরিসডিকশান নিয়ে দিল্লি হাই কোর্টে আগামী ২৭ জুলাই শুনানি হওয়ার কথা। সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জামিন মামলা পিছিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। ২ অগাস্ট হাই কোর্টে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷
ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে অভিযুক্ত সায়গল হোসেনের আরও ১ কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার করেছে সিবিআই। আদালতে এই সংক্রান্ত নথিও পেশ করেছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ওই সম্পদ রয়েছে সায়গলের মা ও স্ত্রীর নামে। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ টাকার জমি ও ৩৫ লক্ষ টাকা ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে৷
তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একদা দেহরক্ষী সায়গল হোসেনের মা লতিফা খাতুন ও স্ত্রী সোমাইয়া খন্দকারের নামে ৬০ লক্ষ টাকা বাজারমূল্যের জমি পাওয়া গিয়েছে। সিউড়ি ও ডোমকল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জমিগুলি। এছাড়াও দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৫ লক্ষ টাকার সন্ধান মিলেছে। জমির দলিল ও ব্যাঙ্কে লেনদেনের নথি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করেছেন সিবিআইয়ের আইনজীবী৷