‘অনেক জিনিস করাতে হয়’! হিংসায় দায়ী শুভেন্দু, ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

‘অনেক জিনিস করাতে হয়’! হিংসায় দায়ী শুভেন্দু, ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসার অভিযোগ তুলে শাসক দল তৃণমূলকে বিঁধেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে, সবথেকে বেশি মৃত্যু তাঁদের কর্মীদেরই হয়েছে। কিন্তু ভোটের এই হিংসার জন্য আদতে দায়ী কে বা কারা? সেই নিয়ে তো তর্ক চলতেই পারে। কিন্তু সম্প্রতি তৃণমূল যে ভিডিও প্রকাশ করেছে তাতে সরাসরি নিশানা করা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনিই রাজ্যে হিংসার অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী বলে দাবি ঘাসফুল শিবিরের। 

রে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এদিন একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মাধ্যমে। তাঁর অভিযোগ, ভিডিও প্রমাণ করে যে বাংলার পঞ্চায়েত ভোটে হিংসার নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কী আছে এই ভিডিওতে? ভিডিয়োতে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, ”পথই পথ দেখাবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ (ধারা) লাগবেই। এছাড়া কোনও পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কী করে করাতে হয় আমি জানি।” এই ভিডিওকেই এখন পঞ্চায়েতের হিংসার আবহে হাতিয়ার করছে তৃণমূল। যদিও এই ভিডিওর সত্যতা আজ বিকেল ডট কম যাচাই করেনি। 

তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, অশান্তির পরিবেশ আদতে বিজেপি এবং অন্যান্য বিরোধীরা তৈরি করেছে। এই হিংসার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নাম খারাপ করতে চাইছে। একদম পরিকল্পনা করেই পঞ্চায়েত ভোটে হিংসা এবং অশান্তি করিয়েছে বিজেপি বলেই দাবি তাদের। যদিও শুভেন্দু অধিকারীর এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =