কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে শত অভিযোগ, ভোটের আবহে বিরোধীদের নানা প্রতিকূল দাবি, সব বাধা কাটিয়ে নির্বাচনে জয়ের ধ্বজা উড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সেই ভোটের জয় উদযাপনে প্রস্তুতি শুরু করে দিল ঘাসফুল শিবির। আর একটা সপ্তাহ, তারপরেই তৃণমূলের শহিদ দিবস, ২১ জুলাই। আগামী শুক্রবারের জন্য এখন থেকে নানাভাবে তোড়জোড় শুরু করে দিয়েছে তৃণমূল। গতকাল ধর্মতলায় হয়ে গেল খুঁটিপুজো। ২১ জুলাইয়ের গানও প্রকাশ্যে আনল টিএমসিপি।
শুক্রবার ধর্মতলার খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যুব তৃণমূলের সদস্যরাও। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে হয় এই খুঁটিপুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ‘জয়ী’ ব্যান্ডের সদস্যরা ২১ জুলাইয়ের গানের মহড়াও দেন এদিন। অন্যদিকে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে জেলা থেকে আসা দলীয় কর্মী-সমর্থকদের জন্য শিবির পরিদর্শনে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী।
ঘাসফুল শিবিরের দাবি, এ বছরের শহিদ সমাবেশের জনসমাগম রেকর্ড ছাপিয়ে যাবে। এমনিতেও গত কয়েক বছরে এমন দাবিই করে এসেছে তারা। তবে এবার পঞ্চায়েত ভোটের জয়ের এক সপ্তাহের মধ্যেই সমাবেশ হওয়ায় আরও বেশি করে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে দলের জন্য। আর এর মধ্যেও সবথেকে বেশি নজর যার দিকে আছে, তিনি হলে সায়নী। কারণ ইডি তলবকে কার্যত ‘উপেক্ষা’ করেই তিনি ২১-এ সামিল হচ্ছেন।