বাসন্তী: ভাঙড়, ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা পঞ্চায়েত ভোটের আবহে কী ভাবে উত্তপ্ত হয়েছে তা সকলের জানা। ভোট ঘোষণার পর থেকেই বোমাবাজি, গুলি, মারধর সবই হয়েছে। তবে পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়ে গণনা হয়ে যাওয়ার তিনদিন পরেও হিংসা থামছে না রাজ্যে। এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতেও চলল গুলি। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে আরএসপি-র দিকে। বাসন্তীর ভরতগড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
গত কয়েক ঘণ্টার মধ্যে ক্যানিং, বিষ্ণুপুরে তৃণমূলের কর্মীদের ওপর গুলি চলার ঘটনা ঘটে। দুই জায়গাতেই মৃত্যু হয়েছে তাদের। এই ঘটনাগুলিতে আপাতত কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এরই মাঝে আবার গুলি চলল বাসন্তীতে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই মুহূর্তে সে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানান হয়েছে।
গত ৮ জুন পঞ্চায়েত ভোটের দিন ক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৩ জন ভোট হিংসার বলি হয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্য নির্বাচন কমিশন তা মানেনি। তৃণমূল এও দাবি করেছে যে, সবথেকে বেশি মৃত্যু তাদের দলের কর্মীদেরই হয়েছে। তবে বিভিন্ন এলাকায় প্রাণহানি, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা যে চলছেই তাতে কোনও সন্দেহ নেই।