নয়াদিল্লি: অভিনয় জগতের সঙ্গে রাজনীতির যোগ বেশ পুরনো৷ বিনোদনের দুনিয়া থেকে রাজনীতিতে আসার ঘটনা নতুন নয়। বর্তমানে এটি শিল্পীদের কাছে প্রায় বিকল্প পেশার পর্যায়ে পৌঁছেছে৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি হোক কিংবা বাংলা। অভিনয়ের পাশাপাশি তারকাদের রাজনীতির কারবারি হয়ে ওঠাটাই যেন এখন দস্তুর৷ ফিল্মি কেরিয়ার যখন তুঙ্গে তখনই অভিনেতাদের দেখা গিয়েছে সক্রিয় রাজনীতিতে৷ অন্যতম উদাহরণ হল দেব-নুসরত-মিমি চক্রবর্তীর মতো তারকারা। এরই মধ্যে জোর গুঞ্জন, ২০২৪ সালের লোকসভা ভোটে বড় চমক৷ মা-বাবার পথে অনুসরণ করে নাকি রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিষেক বচ্চন।
চমকের এখানেই শেষ নয়৷ লোকসভা ভোটে নাকি প্রার্থীও হচ্ছেন জুনিয়র বচ্চন। ‘ব্রেথ’, ‘ঘুমর’, ‘ধুম ৪’, ‘হাউসফুল ৫’-এর মতো একাধিক ছবিতে অভিনয়ের ছাপ রেখেছেন অভিষেক৷ তবে গত কয়েক বছর ধরেই বলিউডে তাঁর ঝুলি ফাঁকা৷ বক্সঅফিসের মার্কশিটে লো স্কোরার জুনিয়র বচ্চন৷ সেই জন্যই কি এবার রাজনীতির ময়দানে ভাগ্য নির্ধারণ করতে নামছেন শাহেনশা-পুত্র? শোনা যাচ্ছে, মা জয়া বচ্চনের মতোই সমাজবাদী পার্টির হয়ে ভোটে লড়বেন অভিনেতা। রাজনীতির সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক কিন্তু বেশ পুরনো৷
১৯৮৪ সালে বন্ধু রাজীব গান্ধির আবদারে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জয়ীও হন৷ কিন্তু মাত্র তিন বছরের মধ্যে সক্রিয় রাজনীতিতে থেকে তিনি বিদায় নেন। তবে ২০০৪ সাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন জয়া বচ্চন। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে দীর্ঘদিন ধরেই তিনি রাজ্যসভার সাংসদ৷ এবার জানা যাচ্ছে মায়ের দলেই নাকি নাম লেখাতে চলেছেন পুত্র অভিষেক।