কলকাতা: দীর্ঘ প্রতিক্ষার পর আজ অবশেষে মিলল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস৷ কলকাতা সহ হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার৷ এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল অর্থাৎ ১৮ জুলাই উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে৷ এদিকে, উত্তর ওড়িশা ও দক্ষিণবঙ্গের ওপর আগে থেকেই বিস্তৃত আছে একটি নিম্নচাপ। এর জেরে সোমবার দক্ষিণবঙ্গের বহু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্টিত অবস্থান করছিল সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাটির বর্তমান অবস্থান উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর৷ ঝাড়খণ্ডের ওপরও নিম্নচাপের প্রভাব বিস্তৃত। মৌসম ভবনের জানাচ্ছে, ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া এই নিম্নচাপটি উত্তর ওড়িশা দিয়ে ভূভাগে প্রবেশ করেছে। এর পর এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার করে এটি ঝাড়খণ্ডে প্রবেশ করবে। এই এই আবহে আগামিকাল দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে৷
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে৷ ওইদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে৷