কলকাতা: লোকসভা ভোটের আগে একজোট হওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি বিরোধী দলগুলি৷ বৈঠকে আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছতে চাইছেন তাঁরা৷ সোমবার দুপুরে বিরোধী-জোটের বৈঠকে যোগ দিতে কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে জুন মাসের ২৩ তারিখ পাটনায় বসেছিল বিরোধী শিবিরের বৈঠকে। ওই বৈঠকে অংশ নিয়েছিল বিজেপি বিরোধী ১৫টি দল৷ কংগ্রেস সূত্রের খবর, সোম এবং মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের যে দ্বিতীয় বৈঠকের ডাক দেওয়া চলেছে, তাতে উপস্থিত থাকবে ২৬টি বিরোধী দল। মঙ্গলবার হবে মূল বৈঠক। তার আগে সোমবার প্রাথমিক আলোচনায় বসতে পারেন বিরোধী নেতা-নেত্রীরা। রাতে সকলের জন্য নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। তৃণমূল সূত্রে খবর, সোমবার বিরোধীদের প্রাথমিক আলোচনায় মমতা উপস্থিত থাকবেন৷ কিন্তু সোনিার আমন্ত্রণে নৈশভোজে যোগ দিতে পারবেন না। কারণ সদ্যই পায়ে অস্ত্রোপচার হয়েছে তাঁর৷ সেই কারণে তিনি বেশি চলাফেরা করতে পারছেন না৷ তবে মমতা না গেলও, সম্ভবত নৈশভোজে উপস্থিত থাকতে পারেন অভিষেক এবং তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
যদিও কংগ্রেস নেতৃত্ব চাইছেন, সোনিয়ার নৈশভোজে মমতা উপস্থিত থাকুন। কংগ্রেস নেত্রীর সঙ্গে তৃণমূল নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো৷ সেই সম্পর্ক বরফ গলাতে সমর্থ হতে পারে বলেই ধারণা কংগ্রেস নেতৃত্বের একাংশের।