এবার জালে ধরা পড়ল ব্যালট! পুকুর থেকে উদ্ধার তৃণমূলে ছাপ মারা পেপার

এবার জালে ধরা পড়ল ব্যালট! পুকুর থেকে উদ্ধার তৃণমূলে ছাপ মারা পেপার

 লকাতা: পঞ্চায়েত ভোটের গণনা বুধবারই মিটে গিয়েছে৷ কিন্তু রাজ্যে এখানও জারি ব্যালট উদ্ধারের ধারা৷ সোমবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল ব্যালট। ৮ জুলাই ভোটের দিন ওই এলাকায় বুথ দখল করে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
 

অন্যান্য দিনের মতো সোমবারও পুকুরে মাছ ধরার আশায় জাল ফেলেছিলেন হাসনাবাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুবহান গাজি। জল থেকে জাল টেনে তুলতেই তাঁর চক্ষু স্থির। তিনি দেখেন জালে জড়িয়ে রয়েছে কিছু কাগজ। ভালো করে তা নেড়েচেড়ে দেখেন সেগুলি স্থানীয় পঞ্চায়েত সমিতির আসনের ভোট দেওয়া ব্যলট। প্রতিটি ব্যালটেই ভোট দেওয়া হয়েছে তৃণমূলকে।

খবর পেয়েই এলাকায় ভিড় জমায় স্থানীয়রা। কিছু উৎসাহী যুবক তো ব্যালটের সন্ধানে আবার পুকুরেও নেমে পড়েন। এবং পুকুর থেকে আরও ব্যালট উদ্ধার করে আনেন৷ প্রসঙ্গত, এই এলাকাতেই পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল করে দেদার ছাপ্পার অভিযোগ তুলেছিল স্থানীয়রা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়৷ পুকুরে ব্যালট উদ্ধারের পর বিরোধীরা বলেছিল, শুধু বুথে ছাপ্পা নয়, ব্যালট বাইরে এনেও ছাপ্পা দিয়েছে তৃণমূল। তার মধ্যেই কিছু পেপার কোনও কারণে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল৷ 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =