লিও ডি জেনিরো: জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটল ব্রাজিল। কৃষাঙ্গ এক ব্যক্তিকে গাড়ির ডিকিতে ভরে ক্রমাগত কাঁদানে গ্যাস স্প্রে করে এক কৃষ্ণাঙ্গকে খুনের অভিযোগ উঠল ব্রাজিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে।
সম্প্রতি ব্রাজিলে পুলিশের অভিযান ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই ব্রাজিলের রিও ডি জেনিরোওতে পুলিশের গুলিতে ২৩ জন নাগরিকের মৃত্যু হয়। তারপরেই দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন দেশ ঘটনার সমালোচনা করে। তার মধ্যেই কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে কাঁদানে গ্যাস স্প্রে করে হত্যার অভিযোগ উঠল ব্রাজিল পুলিশের বিরুদ্ধে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দুজন পুলিশ আধিকারিক জেনিভালডো ডি জেসাস সান্টোস নামের এক ব্যক্তিকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন পুলিশের গাড়ির পিছনের দিকে। সেখানে পুলিশের গাড়ির ডিকির মধ্যে তাঁকে ঢুকিয়ে দেওয়া হয়। ভিতরে তখন কাঁদানে গ্যাসের পুরু আবরন। দেখা যাচ্ছে, সেই গ্যাস সহ্য করতে না পেরে ওই ব্যক্তি জোরে জোরে পা নাড়াচ্ছেন। কিন্তু ওই পুলিশ আধিকারিক সেই দিকে গ্রাহ্য করছেন না। আশেপাশে অনেক লোককে দেখতে পাওয়া যায়। তাঁরাও পুলিশের এই নির্মম ঘটনার কোনও প্রতিবাদ করেনি। ভিডিওতে তাঁদের নিরুত্তাপভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে একটু দূরে থাকা কিছু সাধারণ মানুষের নজরে আসে ঘটনাটি। সেই সময় তাঁরা চিৎকার করতে থাকেন। তাঁরা প্রতিবাদ করেন। তবে কোনও লাভ হয় না। গাড়ির মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
কিন্তু কেন ওই ব্যক্তিকে ব্রাজিল পুলিশ মেরে ফেলেন। যদিও ব্রাজিল পুলিশ এই ঘটনা সদুত্তর দিতে পারেনি। তারা জানিয়েছে, ওই ব্যক্তি আক্রমণাত্মক ছিল। সেই পুলিশ বাধা দিলে তাদেরও ওপর ওই ব্যক্তি আক্রমণ করার চেষ্টা করেন। পরে তিনি জ্ঞান হারালে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয়। যদিও পুলিশের বিবৃতির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওয়ের কোনও মিল পাওয়া যায়নি। প্রেসিডেন্ট বলসোনারো জানিয়েছেন, ব্রাজিল পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।