কলকাতা: দু’দিক থেকে ঘূর্ণাবর্ত ঘিরে ফেলেছে বাংলাকে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাইক্লোনিক সার্কুলেশন আরও ঘণীভূত হবে বলেই মৌসম ভবনের পূর্বাভাস। কবে থেকে দুর্যোগের সূত্রপাত হবে তা অবশ্য স্পষ্ট করেনি হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা৷ দক্ষিণবঙ্গ জুড়ে অনুভূত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ তবে বৃষ্টি কমবে পাহাড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গঙ্গানগর, রোহতক, দিল্লি, কানপুর, সিদ্ধি, অম্বিকাপুর, ছাড়সুগুদা হয়ে ওড়িশার বালেশ্বরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি হয়েছে, সেটি নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায়। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।
পাহাড়ে নাগাড়ে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে এই মরশুমে এখনও একটানা বৃষ্টি হয়নি। উল্টে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ভ্যাপসা গরম বিদ্যমান। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে দক্ষিণের জেলাগুলিতে হাল্কা বৃষ্টিপাল হবে। তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে গরম খানিকটা বাড়তে পারে। অন্যদিকে, ধীরে ধীরে বৃষ্টি কমবে উত্তরে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি কমবে পাহাড়ি জেলাগুলিতে।