গাজোল: বাংলার পঞ্চায়েত নির্বাচনের আবহে এমন কোনও অভিযোগ নেই যা ওঠেনি। মারধর, গুলি চালানো, বোমাবাজি তো আছেই, তাতে বহুজন আহত বা অনেকের মৃত্যুও ঘটেছে। এছাড়া ব্যালট পেপার চুরি, নষ্ট করা, জলে ফেলা এমনকি খেয়ে ফেলার অভিযোগও আছে। অন্যদিকে ভোটগণনার পর থেকে একাধিক জায়গায় উদ্ধার হয়েছে ব্যালট পেপার। সে নিয়েও চর্চা কম নয়। তবে এবার আর ব্যালট পেপার নয়, উদ্ধার হল আস্ত ব্যালট বাক্স! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলে।
স্থানীয় সূত্রে খবর, মালদার গাজোলের গণনাকেন্দ্র থেকে উদ্ধার করা গিয়েছে ব্যালট বাক্স, তাও একটি নয় তিনটি! ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। তারা গিয়ে দেখে, তিনটি ব্যালট বাক্সই সিল করা। তা ভোটগণনা শেষের ৬ দিন পর কী ভাবে এমন সিল করা ব্যালট বাক্স উদ্ধার হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্বাভাবিকভাবে গাজোলের হাজি নকু মহম্মদ হাই স্কুলের এই ব্যালট বাক্স নিয়ে হইচই এখন। এখানেই গাজোল ব্লকের ভোটগণনা হয়েছিল। ভোটগণনার এতদিন পর স্কুলের কর্মীরা আজ এই ব্যালট বাক্সের হদিশ পান।
এই বিষয় নিয়ে বিজেপি দাবি করেছে, এগুলি হচ্ছে আসল ব্যালট বাক্স। আর ভোটের গণনার দিন নকল বাক্স নিয়ে গণনা হয়েছিল। এই ব্যালট বাক্স উদ্ধার হওয়া সেটারই প্রমাণ দেয়। তাই তারা এই আসনগুলিতে ফের গণনার দাবি জানিয়েছে। এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও তৃণমূলের বক্তব্য, পুলিশি তদন্তে আসল বিষয় সামনে আসবে।