লন্ডন: ভালোবাসার বহিঃপ্রকাশ কখন কী ভাবে ঘটবে তা কারও জানা নেই। তা বলে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের খাদে উদ্দাম সঙ্গম! ব্রিটেনের এক যুগলের কাণ্ডে হতবাক নেটপাড়া৷
আরও পড়ুন- কৃষ্ণাঙ্গ ব্যক্তির মুখে গ্যাস ঢুকিয়ে হত্যা পুলিশের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়
ব্রিটেনের কর্ণওয়ালের ফলমাউথ অঞ্চল ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে৷ সেখানে ঘটেছে পাহাড় ও সাগরের মেলবন্ধন৷ সোয়ানপুল নামক সমুদ্রসৈকতে বালুচরের পাশাপাশি রয়েছে পাহাড়। সেই পাহাড় কোথাও কোথাও আবার সরাসরি এসে মিশেছে সমুদ্রের নীল জলে। তেমনই একটি পাহাড়ের খাদে খোলা আকাশের নীচে সঙ্গমে মত্ত হলেন যুগল৷ সেই ছবি ধরা পড়ল ক্যামেরার লেন্সে। প্রায় ৩০ মিনিট ধরে খাদের মধ্যে এই কাণ্ড চলতে থাকে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
পাশের একটি রেস্তোরাঁ থেকে বিষয়টি প্রথম নজরে আসে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ দম্পতির। তাঁরাই আশেপাশের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন৷ তাঁদের মধ্যে এক জন আবার ভিডিয়ো করেন যুগলের কীর্তি৷ প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ বিষয়টি নিয়ে অত্যন্ত বিরক্ত৷ তবে অনেকেই আবার গোটা বিষয়টি নিছক মজার ছলে উপভোগ করেছেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>