কাঠমাণ্ডু: নেপালে মাঝ আকাশ থেকে উধাও বিমান। নেপালের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিমানটিতে মোট ২২ জন যাত্রী রয়েছেন বলে জানা গিয়েছে। তারমধ্যে চার জন ভারতীয় রয়েছেন। এয়ারক্রাফ্ট অথরিটি বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। বিমানটি বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক নেত্রাপ্রসাদ শর্মা বলেন, মুসতাম জেলায় বিমানটিকে উড়তে দেখা গিয়েছে। এরপরেই বিমানটি ধৌলগিরি পর্বতের অভিমুখে ঘুরে যায়। তারপর থেকেই বিমানটির সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। জানা গিয়েছে, রবিবার সকালে এনএইটি টুইন ইঞ্জিনের একটি বিমান পোখরা থেকে জমসমে যাচ্ছিল। সকাল ৯টা৫৫ মিনিট নাগাদ বিমানটির সঙ্গে এয়ারক্রাফ্ট অথরিটির যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে, ওই বিমানে চার জন ভারতীয় ও তিন জন জাপানের নাগরিক ছিলেন। বাকি সকলেই নেপালের বাসিন্দা ছিলেন। ওই বিমানে মোট ২২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, জমসম বিমান বন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, জমজমেরই ঘাসা এলাকায় বিকট আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। তবে যাত্রীবাহী বিমানটি কোনও দুর্ঘটনার মুখে পড়েছে কিনা, তা এখনও জানা যায়নি। যে জায়গায় নিখোঁজ বিমানের সঙ্গে শেষবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল, সেখানে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পোখরা মুস্তাঙ্গ থেকেও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। মুস্তাঙ্গেই শেষবার নিখোঁজ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ হয়েছিল।
নেপালে একধিক পর্বত রয়েছে, যেগুলো বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলোর মধ্যে অন্যতম। পাশাপাশি নেপালের বর্তমান আবহাওয়া মোটেই অনুকূল নয়। এই পরিস্থিতিতেও নেপালের অনেক প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বিমান পরিষেবা দেওয়া হয়।