কেন্দ্রের দরবারে ফের প্রশংসিত বাংলা, বাঁকুড়া-সহ রাজ্যের ১১টি জেলাকে ‘ভূমি সম্মান’

কেন্দ্রের দরবারে ফের প্রশংসিত বাংলা, বাঁকুড়া-সহ রাজ্যের ১১টি জেলাকে ‘ভূমি সম্মান’

কলকাতা: ফের কেন্দ্রের দরবারে সম্মানিত বাংলা৷  বাংলার ১১টি জেলাকে ‘ভূমি সম্মান’ দিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিভিন্ন জেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন -জমির নথিভুক্তিকরণ, ভূমি কর সম্পর্কিত মানচিত্র, জমির রেকর্ড ইত্যাদি ডিজিটালাইজেশনে যেসব রাজ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, তাদেরই এই সম্মানে ভূষিত করা হয়। মঙ্গলবার দেশের মোট ৭৫টি জেলাকে এই সম্মান দেওয়া হয়৷ যার মধ্যে ‌১১টিই বাংলার৷ যা প্রায় ১৫ শতাংশ৷ 

বাংলার যে ১১টি জেলায় বিভিন্ন তথ্যের ১০০ শতাংশ ডিজিটালাইজেশন সম্পন্ন, তাদেরই এদিন সম্মানিত করেন রাষ্ট্রপতি মুর্মু। উল্লেখ্য, একাধিক বিষয়ে কেন্দ্র-রাজ্য তরজা তুঙ্গে৷ তারই মাঝে রাষ্ট্রপতির হাত থেকে সম্প্রতি প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প।এবার বাংলার এগারোটি জেলাকে সম্মানীত করল কেন্দ্র। মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান নিলেন পঞ্চায়েত ও ভূমি সংস্কার দফরের আধিকারিকরা। কেন্দ্রের তরফে তাই এই জেলাগুলি ‘প্ল্যাটিনাম জেলা’র তালিকায় স্থান পেয়েছে।

সূত্রের খবর, বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা সহ বাংলার ১১টি জেলায় প্রায় ১০০ শতাংশ ভূমি সংক্রান্ত তথ্যের ডিজিটাইলজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আইয়ার সহ অন্যান্য জেলাশাসকরাও। অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিণী এস এদিন বলেন, ‘‘সারা দেশের মধ্যে এই ধরণের পুরস্কার প্রথম দেওয়া হল। তার মধ্যে রয়েছে আমাদের জেলাও৷ এখানে ১০০ শতাংশ ভূ মানচিত্রের নকশা, জমি কেনা বেচায় তথ্যপ্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে উঠেছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =