‘পদ আছে, কাঁচি দিয়ে কাটতে দু’মিনিটও সময় লাগবে না’, বিক্ষুদ্ধ কর্মীদের হুঁশিয়ার করলেন মদন

‘পদ আছে, কাঁচি দিয়ে কাটতে দু’মিনিটও সময় লাগবে না’, বিক্ষুদ্ধ কর্মীদের হুঁশিয়ার করলেন মদন

কলকাতা: দলের বিক্ষুব্ধ কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি মদন মিত্রের৷ প্রকাশ্য জনসভা থেকে তাঁর কড়া বার্তা, “পদ আজ আছে, কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিটও সময় লাগবে না।”  তাঁর বিস্ফোরক মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। 

মঙ্গলবার তাঁক কেন্দ্র কামারহাটিতে সভা করেন  বিধায়ক  মদন মিত্র। ওই সভা থেকেই তিনি বেআইনি নির্মাণ-সহ যাবতীয় বেআইনি কাজের বিরুদ্ধে সুর চড়ান। মদন বলেন, ‘‘আমার কাছে অনেকে অভিযোগ করছেন যে কেউ-কেউ তাঁদের কাজ করতে বাধা দিচ্ছে। এলাকায় অনেকেরই কাজ করতে অসুবিধা হচ্ছে৷ এরপর আমরা এমন অসুবিধা করব যে, পায়ে কেঁদে পড়া ছাড়া উপায় থাকবে না।” এখানেই থামেননি তৃণমূলের কালারফুল নেতা৷ বিক্ষুব্ধ কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “কার কত বড় জ্যাক। আমি জানতে চাই না। প্রকৃত তৃণমূল কর্মীদের যারা চেপে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের কাজে বাধা দিয়ে বেআইনি নির্মাণে মদত দেবেন, তাঁরা সাবধান হয়ে যান। আমরা সবটাই পর্যবেক্ষণ করছি। পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিট সময় লাগবে না।” 

একা মদন নয়, দলীয় কোন্দল থামাতে আসরে নেমেছেন শোভনদেব চট্টোপাধ্যায়ও৷ জয়ী তৃণমূল প্রার্থীদের সতর্ক করে জয়ী প্রার্থীদের মাটিতে পা রেখে চলার পরামর্শ দিলেন তিনি। বিগত কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বিরুদ্ধে যে অশান্তির অভিযোগ উঠছে, তা নিয়ে শীর্ষ নেতারাও যে অস্বস্তিতে, তা স্পষ্ট৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =