আমতা: পঞ্চায়েত ভোটে মহিলাদের উপর হিংসার খোঁজ নিতে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গিয়েছিলেন বিজেপি’র মহিলা সদস্যের অনুসন্ধান দল৷ বুধবার তাঁরা পৌঁছলেন হাওড়ার আমতায়৷ পঞ্চায়েতের ভোট পর্ব মিটার পর আমতা বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠে এসেছে। তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ আমতায় পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন বিজেপি’র অনুসন্ধান দল৷ মহিলাদের অভিযোগও শোনেন তাঁরা৷
বুধবার সকালে আমতায় পৌঁছন রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা ষড়ঙ্গী, সন্ধ্যা রায় এবং সরোজ পাণ্ডে। মহিলা সাংসদদের কাছে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। উপদ্রুত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি’র ওই কমিটি। রমা দেবীর টিপ্পনি ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে মমতাদির শেখা উচিত। কী ভাবে গ্রামীণ গরিব মানুষদের উন্নয়ন করেছেন তিনি। কী ভাবে তাঁদের রুজিরোজগারের ব্যবস্থা করেছেন। কী ভাবে বাড়িঘর, পানীয় জলের ব্যবস্থা করেছেন৷ আর এখানে গরিব মানুষদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হচ্ছে। মহিলারাও আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছেন না!’’ যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সে রাজ্যে মহিলাদের উপর হিংসার ঘটনা অনভিপ্রেত বলেই উল্লেখ করেছেন এই তথ্যানুসন্ধান দল। দলের সদস্যেরা জানিয়েছেন, দিল্লি ফিরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডাকে এ বিষয়ে রিপোর্ট দেবেন।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসার অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে আগেই রাজ্যে এসেছে বিজেপির একটি তথ্যানুসন্ধান কমিটি। চার সদস্যের ওই কমিটিতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা। সোমবার রাজ্যে আসে দ্বিতীয় তথ্যানুসন্ধান দল৷ এই দলে রয়েছেন বিজেপির লোকসভা এবং রাজ্যসভার মোট পাঁচজন মহিলা সাংসদ।