কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেয়েছে শাসক শিবির। কিন্তু বিজেপির কটাক্ষ এবং অভিযোগ কমার নয়। এমনিতেই ভোটে চুরির অভিযোগ তুলেছে তারা তৃণমূলের বিরুদ্ধে। এখন আবার সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই ইস্যুতেই মুখ খুলে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরকে তাঁর কটাক্ষ, আগে বালতি উলটে দেখাক।
শনিবার দলীয় এক অনুষ্ঠানে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর মন্তব্য করে দাবি করেন যে, আগামী ৫ মাসের মধ্যে বাংলার সরকার উলটে যাবে। রবিবার তাঁকে সমর্থন করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অবশ্য আরও এক ধাপ এগিয়ে বলেন, ৫ মাসের আগেও পড়ে যেতে পারে। এই দাবিরই পাল্টা মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আগে বালতি ফেলতে শিখুক, তারপর সরকার উলটোতে আসবে। আসলে বুধবার এসএসকেএম হাসপাতালে জখম দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর এই ইস্যুতে প্রথমবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে বিজেপি আবার আচমকা সরকার ফেলে দেওয়ার কথা কেন তুলছে, তাও পঞ্চায়েত ভোটের এই ফলাফলের পর, সেটা রাজনৈতিক বিশেষজ্ঞরাও ঠাওর করতে পারছে না। এই ক্ষেত্রে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে জলঘোলা শুরু হয়েছে। তিনি বলেছেন, সরকার চলে বিধায়কদের সমর্থনে। একদিন তাদের মনে হতেই পারে যে অন্য কাউকে সমর্থন করব। গণআন্দোলন শুরু করলেন তারা। রাজনীতিতে তো সবই সম্ভব। তাহলে কি আগামী দিনে দলবদলের কোনও সম্ভাবনা আছে? প্রশ্ন।