কলকাতা: আগামীকাল ২১ জুলাই৷ তৃণমূলের শহিদ দিবস৷ সেই উপলক্ষে শুক্রবার কলকাতার একাংশে বিপুল জনসমাগম ঘটবে। সম্ভাব্য জন জোয়ার সামলাতে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে কলকাতা পুলিশ। ২১ জুলাই কলকাতার বিস্তীর্ণ অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তৃণমূলের ধর্মতলায় সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তৃণমূলের কর্মী সমর্থকরা আসবেন। ফলে শহরের একাংশ অচল হওয়ার আশঙ্কা থাকছেই। ফলে খুব প্রয়োজন না থাকলে এদিন কলকাতার পথে পা না বাড়ানোই ভালো৷ এলেও ধর্মতলার ধারে কাছে পৌঁছনোর চেষ্টা না করাই শ্রেয়৷ এদিন একাধিক রুটে গাড়ি চলাচল বন্ধ থাকবে৷ কোন রাস্তায় গাড়ি চলবে, কোন রাস্তার মোড়া ঘোরানো হবে জেনে নিন-
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে – শুক্রবার আর্মহার্স্ট স্ট্রিট, কেসি সেন স্ট্রিট, বিবেকানন্দ রোড, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবর্ন রোড, হেয়ার স্ট্রিট, রাজা উডমন্ট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট এবং রবীন্দ্র সরণির দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
কলকাতা পুলিশের অধীন সমস্ত এলাকায় শুক্রবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের মালবাহী গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না (ব্যতিক্রম গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি, ফল এবং দুধ পরিবহণকারী যান)৷ এদিন শহরের পথে ট্রাম চলবে না৷
এছাড়াও শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে এবং কাছাকাছি এলাকায়, এজেসি বোস রোডের কিছু অংশে, হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এলাকা, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে কোনও রকম গাড়ি পার্ক করা যাবে না।
এদিন কলকাতার একাধিক বাস রুটও বন্ধ রাখা হবে। কারণ, প্রায় সারা দিনই বিভিন্ন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি সমাবেশ উপলক্ষে কর্মী-সমর্থকদের সুবিধার্থে প্রচুর বাসও তুলে নিয়েছে তৃণমূল৷ এদিকে, শহরের বাইরে থেকে কর্মীদের নিয়ে ঢুকহেবে প্রচুর বাস। সভা শেষে তারা ফিরে যাবে৷ ফলে গোটা দিনই ভিড়ে ঠাসা থাকবে রাস্তাঘাট৷ চাপ বাড়বে মেট্রো এবং ট্রেনের উপরেও৷
কোন পথে আসবে মিছিল?
* শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড ধরে সোজা ধর্মতলা৷
* হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি হয়ে৷
* পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড ধরে
* হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড দিয়ে
* শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা
* বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে
* কলকাতা স্টেশন থেকে এলে আর জি কর রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড অথবা শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে৷
* হেদুয়া থেকে বিধান সরনি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং এস এন ব্যানার্জি রোড দিয়ে৷
* ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, পলাশি গেট রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং ধরে সভা স্থল৷